গ্রাম্য শালিশ নামা:
বাদী বিবাদী
মোছাঃ জাহানারা বেগম ১। মো: মকবুল হোসেন
পিতাঃ মৃত মালেক উদ্দিন প্রাং পিতাঃ মৃত রিয়াজ উদ্দিন
গ্রামঃ গাড়ীদহ ২। মো: মর্জিনা বেগম
উপজেলাঃ শেরপুর স্বামীঃ মোঃ মকবুল হোসেন
জেলাঃ বগুড়া। সর্ব সাংঃ দড়িবাংড়া,
শেরপুর, বগুড়া।
অদ্য ২০-০৩-২০১৯ ইং তারিখে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে বাদী কর্তৃক বিবাদীগণের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রেতে স্থানীয়ভাবে উভয়ের মধ্যে বিরোধটি আপোষ মীমাংসার জন্য এক সালিসী বৈঠক ডাকা হয় । বৈঠকে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান ইউ,পি সদস্য ও গন্য মান্য ব্যক্তি বর্গের সু-পরামর্শে নিম্মলিখিত শর্তসাপেক্ষে আপোষ মীমাংসা করা হয়।
আপোষে শর্তসমূহ
১। বিবাদীগণ বাদীর বোনকে ভবিষ্যতে কোন প্রকার উক্ত্যক্ত করিবে না বলিয়া অংগিকার করিলে আইনামূলে আসিতে বাধ্য থাকিবে এবং বাদীকে মারধর করিবার জন্য মা প্রার্থনা করেন।
২। বাদী বিবাদীগনের বিরম্নধে শিবগঞ্জ থানায় যে অভিযোগ দায়ের করিয়াছে বাদী নিজ দায়িত্বে অভিযোগটি উত্তোলন করিয়া লইবে বলিয়া অংঙ্গিকার করিলেন।
৩। বাদী ও বিবাদীগণ উভায়ই আপোষের শর্তসমূহ মানিয়া লইলেন।
বাদীর স্বাক্ষরঃ
১।
২।
বিবাদীর স্বাক্ষর:
১।
২।
মোঃ দবির উদ্দিন
চেয়ারম্যান
০২নং গাড়ীদহ মডেল ইউনিয়ন পরিষদ
শেরপুর, বগুড়া।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)